ঢাকা, মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

ঝিনাইদহে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

ঝিনাইদহের শৈলকুপায় ভুল চিকিৎসায় মুক্তি খাতুন (৩০) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মুক্তি খাতুন শৈলকুপা উপজেলার গাবলা গ্রামের শিমুল হাসানের স্ত্রী। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহ জেলা শহরের আরাপপুর এলাকার রাবেয়া হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক সেন্টারে প্রসূতির মৃত্যু হয়।


মৃত প্রসূতির স্বজনরা অভিযোগ করেন, বুধবার দুপুরে প্রসব বেদনা নিয়ে আরাপপুর এলাকার রাবেয়া হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক সেন্টারে ভর্তি হন মুক্তি খাতুন। বেলা দুইটার দিকে সিজারের জন্য তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। কিছুক্ষন পরে ভূমিষ্ট সন্তান স্বজনদের কাছে দেয়া হয়। কিন্তু ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেলেও প্রসূতিকে অপারেশন থিয়েটার থেকে বের না করায় স্বজনদের সন্দেহ হয়।


এসময় রোগীর স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে তারা জানায়, রোগীর অবস্থা ভালো না। এখন দেখা করা যাবে না। পরে সুযোগ বুঝে ক্লিনিক কর্র্তৃপক্ষ এ্যাম্বুলেন্স যোগে রোগীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানোর চেষ্টা করে। বিষয়টি স্বজনরা বুঝতে পেরে তারা বাঁধা দেয়। পরে ওই প্রসূতিকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে নেয়ার পর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, রোগী অনেক আগেই মারা গেছেন।


ঝিনাইদহ সদর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। তবে রাতেই প্রাইভেট হাসপাতালটির মালিক সোহেল রানাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়।

ads

Our Facebook Page